সাকিবই শীর্ষ অলরাউন্ডার

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:বুলাওয়েতে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে পূর্ণাঙ্গ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

দু’দলের খেলোয়াড়দের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও শীর্ষ অবস্থানগুলো অপরিবর্তিত। টিম র‌্যাংকিংয়ের অবস্থান আগের মতোই।
সিরিজ শুরুর আগের ৭৫ রেটিং পয়েন্ট পুনরুদ্ধার করেছে অষ্টম স্থানধারী ওয়েস্ট ইন্ডিজ। তলানিতে থাকা জিম্বাবুয়ে দুই পয়েন্ট পেয়ে রেটিংয়ে প্রবেশ করেছে। দ্বিতীয় টেস্ট ড্র হলেও ১-০তে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।
ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। সেরা পাঁচ অলরাউন্ডারও হেরফের হননি।
ব্যাটসম্যানদের নাম্বার ওয়ান স্টিভেন স্মিথ, বোলারদের নেতৃত্ব জেমস অ্যান্ডারসনের হাতে, যথারীতি সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান।
ক্যারিয়ারসেরা র‌্যাংকিং ছুঁয়েছেন দ্বিতীয় টেস্টে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখানো সিকান্দার রাজা। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা, জেসন হোল্ডার ও শেন ডওরিচ র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন।
উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল শীর্ষ ২০ জনের তালিকায় নাম লিখিয়েছেন। দ্বিতীয় টেস্টে চার উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে এবার ২০তম হলেন তিনি।
গ্যাব্রিয়েল এখন উইন্ডিজের সর্বোচ্চ র‌্যাংকিংধারী বোলার। ছাড়িয়ে গেছেন লেগ-স্পিনার দেবেন্দ্র বিশুকে, যিনি ২২তম স্থানে রয়েছেন।
পাঁচ উইকেট নিয়ে ম্যাচ শেষ করা গ্যাব্রিয়েলের পেস সঙ্গী কেমার রোচ চার ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন।
সফরকারীদের একমাত্র ইনিংসে ২১২ রানের অষ্টম উইকেট জুটিতে নজর কাড়েন অধিনায়ক জেসন হোল্ডার ও শেন ডওরিচ। দু’জনই সেঞ্চুরি হাঁকান। ১১০ রান করা হোল্ডার পাঁচ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে ও ১০৬ রানের ইনিংস ডওরিচকে ১৭ ধাপ উন্নতিতে ৮৩ স্থানে নিয়ে গেছে।
ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েলও (৬৩) পাঁচ ধাপ এগিয়েছেন। জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে ১৪৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলা হ্যামিল্টন মাসাকাদজা আট ধাপ এগিয়ে ৪১তম পজিশন ছুঁয়েছেন। ৮০ ও ৮৯ রানের কার্যকারী ইনিংসে খেলে ১২ ধাপ উপরে উঠে ক্যারিয়ারসেরা ৪৪তম অবস্থানে সিকান্দার রাজা।
বোলিংয়েও প্রথমবার পাঁচ উইকেটের কীর্তিতে ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে (+২৪, ৮৩তম) এই অফ-স্পিন অলরাউন্ডার। ওয়েবসাইট।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।