তালায় কপোতাক্ষ’র বাঁধ কাটার অপরাধে ৪ জনকে জরিমানা : ইভটিজিং’র দায়ে ১জনের ২ মাস জেল

আকবর হোসেন,তালাঃ তালায় কপোতাক্ষ নদের বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এবং ইভটিজিং’র দায়ে ১ ব্যাক্তিকে দ্ইু মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । গতকাল শনিবার (৪নভেম্বর) এ আদেশ দেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন ।
জানাযায়, উপজেলার জেঠুয়া এলাকায় কপোতাক্ষ নদের বাঁধ থেকে শনিবার সকালে এলাকার আলমগীর গাজী, ফিরোজ ফকির, আলমগীর ফকির, খোরশেদ আলম মাটি কাটছিলেন। এসময় তাদেরকে আটক করে তালা থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে।
অপরদিকে উপজেলার হরিহরনগর গ্রামের শামসুর রহমান সরদারের পুত্র আবু হাসান সরদার (৫৫)কে এক মহিলাকে ইভটিজিং করার অভিযোগে থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে শনিবার ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।