মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারীর ডোমার উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে আফসানা পারভীন (২৮)নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
রোববার দুপুর সময় স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান বলেন, ঘটনাস্থলে হতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে আসল ঘটনা ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …