শতশত বস্তা পেয়াজ রাস্তার ধারে !

ক্রাইমবার্তা রিপোর্ট:মাত্র কিছু দিন অাগে, দাম কম ও মান খারাপের কারণে শতশত বস্তা পেয়াজ রাস্তার ধারে ফেলে দেয়া হত। অাজ সে পেয়াজের দাম অাকাশ চুম্বি। নষ্টের অভিযোগ তুলে ফেলে দেয়া হতো রশুন ও অাদা। এখন নষ্ট হলেও সড়কের পাশে অার এসব মসলা ফেলে দিতে দেখা যায় না। পরিবেশ ও নষ্ট হয় না। কারণ কি বলে অাপনারা মেন করেন। সাতক্ষীরা ভোমরা সড়কের পাশে ফেলে দেয়া পেয়াজ,রশুন ও অাদার ছবি।

Check Also

রাজধানী থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

ঢাকার মগবাজার এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।