আত্মসমর্পন করলেন পুইগডেমন্ট ও তার চার উপদেষ্টা

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:কাতালোনিয়ার সাবেক নেতা কার্লেস পুইগডেমন্ট ও তার চার সাবেক উপদেষ্টা বেলজিয়ান পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। বেলজিয়ান প্রসিকিউটরদের এক মুখপাত্র গিলেস ডেজে¤েপর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। উল্লেখ্য, শুক্রবার তাদের গ্রেপ্তারের একটি ইইউ পরোয়ানা (পুরো ইউরোপিয়ান ইউনিয়নজুড়ে কার্যকর গ্রেপ্তারি পরোয়ানা) জারি করেছে এক ¯প্যানিশ বিচারক। ডেজে¤েপ বলেন, বেলজিয়ামের একজন বিচারক সোমবার সকালের মধ্যে ওই পরোয়ানা ইস্যু করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। গত সপ্তাহে কাতালোনিয়ার ওপর ¯েপন, কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসন জারি করলে বেলজিয়ামে পালিয়ে যান পুইগডেমন্ট। তিনি বলেছিলেন, যতদিন না তাকে একটি ন্যায্য বিচারের নিশ্চয়তা দেয়া হবে ততদিন তিনি সেখান থেকে ফেরত আসবেন না।

পুইগমেন্টের চার উপদেষ্টা হচ্ছেন, মার্টিক্সেল সেরেট(সাবেক কৃষিমন্ত্রী), এন্টোনিও কমিন(সাবেক স্বাস্থ্যমন্ত্রী), লিওয়িজ পুইগ(সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী) ও ক্লারা পনসাতি(সাবেক শিক্ষামন্ত্রী)। ডেজে¤েপ বলেন, তারা সবাই তাদের আইনজীবীকে নিয়ে স্থানীয় সময় রোববার সকাল ৯:১৭ তে বেলজিয়ামের ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পন করেন। একজন তদন্তকারি বিচারক তাদের বক্তব্য শুনবেন। তারপর সোমবার সকাল ৯:১৭ এর মধ্যে তিনি ইইউ পরোয়ানা বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন- ইইউ পরোয়ানা গ্রহণ করে তাদের গ্রেপ্তার করা হবে না কি তাদেরকে বিশেষ কোন শর্তের আওতায় মুক্ত করে দেয়া হবে! যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে গ্রেপ্তারের তাদেরকে নূন্যতম ৬০ দিনের মধ্যে ¯েপনের কাছে হস্তান্তর করতে হবে বেলজিয়ামকে। তবে গ্রেপ্তারকৃতরা কোন অভিযোগ না করলে তাদেরকে আরো আগেও হস্তান্তর করা হতে পারে। পুইগডেমন্ট ও তার চার সহকারীর বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, অবাধ্যতা, বিশ্বাসঘাতকতা ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
গত সপ্তাহে ¯েপনের প্রধানমন্ত্রী মারিয়ো রাজয় কাতালোনিয়ার ওপর সরাসরি কেন্দ্রীয় সরকারের শাসন আরোপ করেন। কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দেন ও ২১শে ডিসেম্বর একটি স্থানীয় নির্বাচনের ডাক দেন।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।