মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২৩ মামলা চলবে: হাইকোর্ট

ক্রাইমবার্তা রিপোর্ট:দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে স্থাগিতাদেশ থাকা ২৩ মামলা চলবে। ২০০৯ সালের ১৭ই ডিসেম্বর জ্বালানী মন্ত্রনালয় সংক্রান্ত একটি দুর্নীতির খবর প্রকাশিত হয় দৈনিক আমার দেশ পত্রিকায়। তারই প্রেক্ষিতে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় ২৫টি মানহানী মামলা দায়ের করে। ২০১০ সালের জানুয়ারী মাসে হাইকোর্ট ২৩টি মামলার কার্যক্রমের উপর স্থাগিতাদেশ দেয়। হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে গতকাল এ স্থগিতাদেশ উঠিয়ে নিয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেয়।

এর ফলে মাহমুদুর রহমানকে সংশ্লিষ্ট জেলাগুলোতে গিয়ে মামলা মোকাবেলা করতে হবে। এ ব্যাপারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপীল করার জন্য তার আইনজীবীকে পরামর্শ দিয়েছেন। এ আদেশ সর্ম্পকে তিনি বলেন-বর্তমান সরকারের আমলে এ ধরনের হয়রানী প্রত্যাশিত। এতে তিনি মোটেও আশ্চার্যান্বিত হননি।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।