ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও বারবার রিমান্ডে নেয়ার প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।
সোমবার দুপুর ১টায় মিছিলটি রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ শেষে জনপথ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের শেষে পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করে এবং ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে। এ সময় আরও অন্তত ১০ জন নেতাকর্মী পুলিশের লাঠিচার্জে আহত হন। তবে আটক ও আহত নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জামায়াতের দলীয় সূত্র জানায়, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, কামাল হোসেন, মহানগরী শূরা সদস্য নিজামুল হক নাঈম, ফতেহ আলী, হাফিজুর রহমান, জামায়াত নেতা মোহাম্মদ আলী হোসেন, এমদাদ আলী, নুরুদ্দিন, সাদেক বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি সোহেল রানা মিঠু, ছাত্রনেতা যোবায়ের আহমদ, আহমাদ হোসেন রাসেল, শরিয়ত উল্লাহ, নুরুজ্জামান প্রমুখ।
এবিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে শীর্ষনিউজকে বলেন, আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। অভিযান এখনও অব্যাহত আছে।