তালা হাসপাতালে আলো জ্বালিয়ে রেখেছেন ডাক্তার রাজিব সরদার

আকবর হোসেন,তালাঃ তালা উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তার সংকটরের অভাবে চরম দূর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারন মানুষের । ৩৪ জন ডাক্তারের মধ্যে আছে মাত্র ৬ জন । ২৩১ জন কর্মচারীর পদ থাকলেও আছে ১৫৫.জন । ৬জন ডাক্তারের মধ্যে প্রায় ডাক্তারই অনুপস্থিত থাকেন । প্রতিদিন আগত শত শত রোগী চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যান বাড়িতে। গোবরে যেমন পদ্ম ফোটে তেমনি এক ডাক্তার রাজিব সরদার । তিনি একাই একনিষ্ঠভাবে সেবা দিয়ে যাচ্ছেন তালা হাসপাতালে । ৫০শয্যা বিশিষ্ট তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট ৩ লক্ষ ৩১হাজার ৩শত ১৩ জনকে সেবা দেওয়ার জন্য ৩৪ জন ডাক্তার থাকার কথা  । বর্তমানে হাসপাতালে ডাক্তার আছে মোট ৬ জন এদের মধ্যে হাসপাতালের প্রায়ই ডাক্তারদের অনুপস্থিত দেখতে পাওয়া যায় । যার যার ইচ্ছেমত হাসপাতালে আসেন । শুধু মাত্র ডাক্তার রাজিব ব্যতিত । তিনি অসুস্থ শরীর নিয়ে প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে যাচ্ছেন । কখনও নিজেকে ক্লান্ত হতে দেননা । এলাকাবাসী ডাক্তার কর্মচারীরা জানান,নিয়োজিত ডাক্তারদের মধ্যে একমাত্র রাজীব সরদারই সারাক্ষণ ডিউটি করেন। বাকীদের মধ্যে ডাঃ আবু সাঈদ রিপন সপ্তাহে ৩/৪ দিন ডিউটি করেন । ডাঃ সাহারুল ইসলাম ও তার স্ত্রী সব দিন হাসপাতালে থাকেননা। ডাঃ বন্যা দাশ, ডাঃ পুষ্পাঞ্জলী রায় ইচ্ছামত হাসপাতালে আসেন। কোন ক্ষমতা বলে এসব ডাক্তার বাহিরে থাকেন তার কোন জবাব নেই হাসপাতাল কর্তৃপক্ষের মুখে । ডাক্তার রাজিব বিষয়ে তালা পাবলিক হাই স্কুলের শিক্ষক নুরুল ইসলাম বলেন,ডাক্তার রাজিবেব মত ডাক্তার হয়না । তিনি গত ঈদে একাই হাসপাতালে চিকিৎসা দিয়েছেন । তিনি নিজে অসুস্থ্য ছিলেন, তার পরেও কোনদিন বিশ্রাম নেননি । একমাত্র ডাক্তার রাজিব সরদারকেই সব সময় পাওয়া যায় । ডাক্তার হিসেবে তার তুলনা হয়না । এমনই কথা বলছিলেন মোবাইল দোকানে ম্যাকানিক মাহমুদুল হাসান সরদার বলেন, আমি যে কয়দিন হাসপাতালে গিয়েছি রাজিব স্যারকেই পেয়েছি । তিনি খুব ভাল ডাক্তার । সরজমিনে গিয়ে রুগিদের নিকট জিঞ্জাসা করলে, সবাই একবাক্কে বলেন,একমাত্র রাজিব স্যারকেই সবসময় হাসপাতালে পাওয়া যায় । ডাক্তার রাজিব সরদার তালা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন বর্তমানে  আর এম ও হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার রাজিব সরদার চুকনগর-খুলনার পিতা মৃত রনজিৎ কুমার সরদার এবং মাতা বনানী রানী সরদারের পুত্র ।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।