নতুন ধারাবাহিক সবজান্তা শমসের

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্দেশক সালাহ উদ্দিন লাভলু, নির্মাতা ও অভিনেতা শামীম জামান, অভিনয়শিল্পী সাজু খাদেম, নাদিয়া আহমেদ ও তিতান চৌধুরী এবারই প্রথম কোনো ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করছেন। নাটকের নাম ‘সবজান্তা শমসের’। নাটকটি রচনা করেছেন সেজা নূর এবং নির্মাণ করছেন শামীম জামান।

এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে নাম-ভূমিকায় অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু। দীর্ঘদিন পর লাভলু নিজে কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে লাভলু বলেন,‘শামীম জামান আমাদের নাটকের দলেরই ছোট ভাই। তাকে আমি খুব স্নেহ করি। তার নির্দেশনাতেই ধারাবাহিকটিতে অভিনয় করছি। এই নাটকে যারা অভিনয় করছেন তাদের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি দারুণ উপভোগ করছি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বেশ গল্প, আড্ডার মধ্য দিয়েই সময় কেটে যাচ্ছে।’

বরেণ্য অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘এই নাটকে আমি লাভলুর মায়ের চরিত্রে অভিনয় করছি। গল্পটা বেশ গোছানো এবং পরিপাটি একটি গল্প। কাজ করে ভীষণ ভালোলাগছে। দর্শকেরও ভালোলাগবে আশা করছি।’

নির্মাতা ও অভিনেতা শামীম জামান বলেন,‘সবজান্তা শমসের নাটকটির প্রাণ হচ্ছেন লাভলু ভাই। তাকে ঘিরেই মূলত নাটকের গল্প আবর্তিত হয়েছে। লাভলু ভাই আমাকে খুব স্নেহ করেন। তিনি আমার নির্দেশনায় ধারাবাহিকে অভিনয় করছেন- এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার বিষয়।’

শামীম জামান জানান, আসছে নতুন বছরের শুরুতে বাংলাভিশনে ‘সবজান্তা শমসের’ প্রচার শুরু হবে।

এ দিকে আরটিভিতে শামীম জামান নির্দেশিত ‘ঝামেলা আনলিমিটেড’ নিয়মিতভাবে আরটিভিতে প্রচার হচ্ছে। অন্যদিকে সালাহ উদ্দিন লাভলু শিগগিরই মাসুম রেজার লেখা নতুন ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন। তার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘মোল্লা বাড়ির বউ’। এরপর নতুন চলচ্চিত্র নির্মাণে আর তাকে পাওয়া যায়নি। তবে ইচ্ছে আছে তার আগামী বছর নতুন চলচ্চিত্র নির্মাণের।

সাজু খাদেম হৃদি হকের নির্দেশনায় দু’টি নাটকের কাজ সম্প্রতি শেষ করেছেন। দু’টি নাটকের শুটিং হয়েছে আমেরিকাতে। নাদিয়া আহমেদ অভিনীত জাবির রাসেল পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘বিড়ম্বনা’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হয়েছে। তিতান চৌধুরী অভিনয়ের পাশাপাশি বিটিভির ‘সাম্পান’ নামক ম্যাগাজিন অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।