ক্রাইমবার্তা রিপোর্ট:পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে সুন্দরবনের খোলপেটুয়া নদীর কৈখালী খাল থেকে শরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। র্যাবের দাবি, শরিফুল ইসলাম একজন জলদস্যু।
র্যাব-৮-এর উপপরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল নিয়ে সুন্দরবনের কৈখালী খাল এলাকায় অভিযান চালান তিনি। এ সময় অস্ত্রসহ ওই জলদস্যুকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি পাইপগান, একটি কাটা রাইফেল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এরপর তাঁকে এসব অস্ত্রসহ শ্যামনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশই আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।