ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এককালের কুখ্যাত মাদক সম্রাট বজলুর রশিদ নান্নু (৪৬) কে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
আটককৃত বজলুর রশিদ নান্নু কালীগঞ্জ উপজেলা শহরের ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে অভিযান চালানো হয়।
এ সময় বজলুর রশিদ নান্নুর কাছ থেকে ৯৬ পিচ ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭’শ ৭০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ ও এএসআই পাপিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …