কাবুলের টিভি স্টেশনে হামলা : নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলে শামসাদ টিভি স্টেশনে মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত দু’জন প্রাণ হারিয়েছে ও আহত হয়েছে বেশ কয়েকজন।
খবর এএফপি’র।
শামসাদ টিভির রিপোর্টার ফয়সাল জালান্দ বলেন, ‘তিনজন বন্দুকধারীকে ভিতরে প্রবেশ করতে দেখি। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীকে গুলি করে। তারপর ভিতরে প্রবেশ করে। তারা গ্রেনেড নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকে।’
ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা তিন ঘন্টা ধরে এ হামলা চালায়। পরে আফগান বিশেষ বাহিনী টিভি স্টেশনের নিয়ন্ত্রণ নেয় এবং ভেতরে আটকা পড়া সকলকে উদ্ধার করে।
শামসাদ টিভির ঘোষণায় বলা হয়, হামলার অবসান ঘটেছে। বিশেষ বাহিনীর কমান্ডার জানিয়েছেন ভবনের ভেতরের সকলকে উদ্ধার করা হয়েছে।
টিভির ঘোষণায় আরো বলা হয়েছে, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। কিন্তু তারা আমাদের স্তব্ধ করতে পারবে না।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।