নাটোর প্রতিনিধি
একচেটিয়াভাবে জলমহল ভোগদখল ও প্রকৃত মৎসজীবীদের বঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাঁকড়া মৎসজীবী ও সাধারণ জনগণ। বুধবার নাটোর প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন ও পরে প্রেসক্লাবের সামনে অর্ধশতাধিক মৎসজীবী এ মানববন্ধনে অংশ নেয়। এসময় মৎসজীবীরা অভিযোগ করেন, দীর্ঘ ১০ বছর ধরে ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের প্রভাবশালী হানিফ আলী ও মাজেম আলীসহ তাদের অনুসারী একচেটিয়া ভাবে আনুমানিক ৫বিঘা জলমহলটি দখল করে খেয়ে আসছিল। প্রকৃত গরীব মৎস্যজীবীরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানালে গত ০৫/১১/১৭ তারিখে বিষয়টির সত্যতা যাচাই করতে আসে কতৃপক্ষটি। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে হানিফ আলী ও মাজেম আলী একই এলাকার ইব্রাহীম সরকারের ৮মাসের গর্ভবতী স্ত্রী শাকিলার উপর আক্রমন করে দেশী অস্ত্র দিয়ে মাথায় এলাপাথারী কুপায় গুরুতর আহত করে। এসময় বেশ কয়েক জন নারীকে লাঞ্ছিত করে। মৎসজীবীদের অভিযোগ, হামলার ঘটনায় জড়িতরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও গরীব মৎস্যজীবিদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে মৎসজীবীরা সরকারী জলমহল প্রকৃত মৎসজীবীদের হাতে তুলে দেয়ার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ধারাবারিষা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদক মাহি মর্জিনা ও নারী উন্নয়ন সমাজতান্ত্রিক ফ্রন্টের নেত্রী শিউলী গোমেজ।
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …