ক্রাইমবার্তায় সংবাদ প্রকাশের পর অভয়নগরে অবৈধ সিসা ও কয়লা কারখানা উচ্ছেদ

অভয়নগর সংবাদদাতা :
ইতিপূর্বে কয়েকবার ক্রাইমবার্তাসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে যশোরের অভয়নগর উপজেলায় সিদ্দিপাশা গ্রামে ভৈরব নদের তীরে অবৈধভাবে গড়ে তোলা সিসা কারখানাটি অবশেষে উচ্ছেদ করা হয়েছে। এ সময় ওই এলাকার ২২টি কয়লা তৈরির কারখানাও উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এসব কারখানা উচ্ছেদ করেন। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান এ আদালত পরিচালনা করেন। এর পাশের গ্রামের আমতলা এলাকা থেকে ২২টি কাঠ থেকে কয়লা তৈরির কারখানা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।এরপর অভিযান চালিয়ে সিসা কারখানাটি উচ্ছেদ করেন। কারখানার যন্ত্রপাতিও এ সময় আদালত জব্দ করেন। এর আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিদ্দিপাশা গ্রামের ২২টি কাঠ থেকে কয়লা তৈরির কারখানা উচ্ছেদ করেন। এরমধ্যে ২০টি কারখানা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং দুটি কারখানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান বলেন,‘সিদ্দিপাশা গ্রামে কাঠ থেকে কয়লা তৈরির কারখানা আছে ৪০টি। এরমধ্যে ২০টি কারখানা ভেঙ্গে দেওয়া হয়েছে। দুটি কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। কারখানার মালিকদের কাউকে পাওয়া যায়নি। পরে ইউনিয়ন পরিষদের সংশিষ্ট সদস্যদের অবশিষ্ট কয়লা কারখানা তিন দিনের মধ্যে ভেঙ্গে সরিয়ে নিতে বলা হয়েছে। এরপর ভৈরব নদের তীরে গড়ে তোলা অবৈধ সিসা কারখানাটি উচ্ছেদ করা হয়েছে। সিসা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

Check Also

ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্র্যাকের যন্ত্রাংশসহ আটক ২

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় মটর পার্টসসহ একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।