সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা শহরের মুনজিতপুর একাডেমি মসজিদের পাশ থেকে জিহাদি বইসহ এক জামায়াত নেতাকে আটকের দাবী করেছে পুলিশ।
আকট কৃতের নাম কামরুজ্জামান শেখ(৪৫)। সে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাঠী গ্রামের আবু বকর শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুর এলাকায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ আহম্মেদের নেতৃত্বে পরিদর্শক মহিদুল ইসলাম, উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম, মোমিনুর রহমান সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নাশকতার পরিকল্পনাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কামরুজ্জামান শেখকে আটক করা হয়। তিনি কয়েক বছর যাবৎ গোপনে শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। এ সময় তার ওই ভাড়াবাড়ি তল্লাসী করে বিপুল পরিমান জিহাদী বই, পুস্তিকা এবং যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী ও আবু আলা মাওদাদীসহ বিভিন্ন লেখকের অসংখ্য বই উদ্ধার করা হয়। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। তিনি জামায়াতের সাথে সম্পৃক্তার কথা স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক কৃত কামরুজ্জামানের পিতা মাষ্টার আবু বক্কর জানান, গতকাল সন্ধায় তার ছেলে নামজ পড়ে বাসাতে ফেরার পর পুলিশ তাকে আটক করে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …