শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে।

বুধবার অনুষ্ঠিত ম্যাচ জিতে দুই জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করে লাল-সবুজের দল।

ম্যাচের প্রথমার্ধেই লংকানদের জাল ভেদ করে ৪ গোল করে বাংলাদেশ।

খেলার ১৩ মিনিটের মাথায়ই এগিয়ে যায় বাংলাদেশ। গোলটি করেন বিশ্বনাথ ঘোষ।

এরপর ৩৪ মিনিটে অপর গোল করেন রিয়াদুল ইসলাম।

এর পাঁচ মিনিটের মাথায় ৩-০-তে নিয়ে যান মাহবুবুর রহমান সুফিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সুফিল আরও একটি গোল করে দলকে ৪-০-এর বড় ব্যবধানে এগিয়ে নিয়ে যান।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।