সাতক্ষীরা সীমান্তে চাহিদা অনুপাতে গরু আমদানি না হওয়ায় চরম বিপাকে \ব্যবসায়ীরা

আক্তারুজ্জামান : সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে চাহিদা অনুপাতে গরু আমদানি না হওয়ায় চরম বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। সাথে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। সরজমিনে অনুসন্ধানে জানা গেছে, সীমান্তের দেবহাটা উপজেলা হতে কলারোয়া উপজেলা পর্যন্ত একাধিক গরুর খাটালে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা গরু বিকিকিনি হলেও বর্তমান অনেকটাই  স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার গরুর চাহিদা থাকলেও বিজিবির নির্দেশনা অনুযায়ী ১৩০ এর বেশি গরু আমদানিতে বাধা নিষেধ থাকায় এ খাত থেকে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আর সীমান্ত বর্তী এলাকার জন সাধারণ হারাচ্ছে কর্মসংস্থান। অনুসদ্ধানে আরও জানা গেছে, সাতক্ষীরা সীমান্তের কুষখালী, বৈকারী, কালিয়ানী, ঘোনা, ভোমরা, পদ্মশাখরা, কোমরপুর, ভাতশালাসহ একাধিক করিডোর দিয়ে গরু আমদানি শুরু হলে এ জনপদের মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ঘটে। মাদক ও চোরাচালানি পন্য প্রবেশ-অনুপ্রবেশ অনেকটাই শূন্যের কোঠায় নেমে আসে। গরু আমদানি রপ্তানির সাথে যুক্ত হয়ে রাখাল, ব্যবসায়ী, খাটাল মালিক ছাড়াও একাধিক মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়। বর্তমানে নির্দিষ্ট পরিমান গরু আমদানি হওয়ায় কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে সীমান্তবর্তী খেটে খাওয়া মানুষ। প্রতিদিন শত শত যানবাহনে গরু বহন ও ক্রয় বিক্রয় সংশ্লিষ্টতা থেকে খাটাল কেন্দ্রিক একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠায় সীমান্ত এলাকায় অনেকটাই সাধারণ মানুষের মিলন মেলা। এ বিষয়ে কুষখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (শ্যামল) এ প্রতিবেদকে জানায়, সরাসরি খাটালের সাথে তিনি যুক্ত না থাকলেও এলাকার সাধারণ মানুষ গরু আমদানীর কাজে নিয়োজিত হয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। খাটাল পরিচালনাকারী কুতুব ও নাহিদ জানান, বর্তমান গরু আমদানি কম। খাটাল পরিচালনা অনেকটাই দূরাহ। বেশি গরু আমদানি হলে একদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পেত অপর দিকে সীমান্তবর্তী হাজার হাজার সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন জানিয়েছেন, সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থানে গরু আমদানিতে বিশেষ ভূমিকা পালন করছে। সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। এ খাতে কোন প্রকার অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।