রাজিবুল ইসলাম : কলারোয়ায় বুধবার সকাল সাড়ে নয়টার সময় রঘুনাথপুর প্রাইমারি স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় ১১ বছরের এক যাত্রী নিহত হয় এবং আহত হয় ২০/২৫ জন। যশোর থেকে ছেড়ে আসা সিলেট ১১.০৪৭৫ নাম্বারের বাস সাতক্ষীরা যাওয়ার পথে কলারোয়া উপজেলার রঘুনাথপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডান সাইডের গাছে ধাক্কা খেয়ে বাম সাইডের ডোবায় পড়ে যায়। এসময় শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণ পদর ছেলে রাকেশ ঘটনাস্থলে দেহ থেকে মাথা আলাদা হয়ে নিহত হয়। পরে পুলিশের এস আই সোলায়মান লাশ উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে যায়। বাসে থাকা যাত্রীরা বলেন খুব দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল চালক, আর এ কারনে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে তাদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তবে বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …