নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। তার নাম মুবাশ্বার হাসান সিজার। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক।
গতকাল মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বের হবার বিকেল ৪টার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে রাজধানীর খিলগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে মুবাশ্বার হাসান সিজার মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক মুবাশ্বার হাসান সিজার একসময় সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন।
মুবাশ্বারের চাচা বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মুবাশ্বার হাসান মঙ্গলবার সকালে বনশ্রীর বাসা থেকে বের হন। বিকাল ৪টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়। এর পর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে।
তিনি বলেন, সব বিষয় মাথায় রেখেই পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্টদের জানিয়ে সাহায্য চাওয়া হয়েছে।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …