সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু নুর-এ-আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এর সদস্যরা। এ সময় নুর-এ-আলম বাহিনীর দুই সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করেছে র্যাব। বুধবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে তাদের উদ্ধার কজরা হয়। তবে, আটককৃত দস্যু এবং উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে র্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে দুই দস্যুকে দুটি অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় বনদস্যু নুর-এ-আলম বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করা হয়। #
Check Also
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে নলতা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ই ডিসেম্বর (২০২৪) তারিখ …