অভয়নগর সংবাদদাতা :অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভুগিলহাট ঋষিপল্লিতে তুচ্ছ ঘটনায় এক সংখ্যালঘুকে মারপিটের ঘটনা ঘটেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় গতকাল বুধবার সন্ধ্যায় ভুগিলহাট ঋষি পল্লীতে শম্ভু দাসের জামাতা আনসার ব্যাটালিয়নের সদস্য ঠাকুর দাস পোতপাড়ার সালাউদ্দিনের ছেলে সিফাতের ট্রলিতে ভাটপাড়া বাজারের শাওন এন্টারপ্রাইজের নিকট থেকে বালি ক্রয় করে নির্ধারিত স্থানে নামাতে বললে সিফাত ও তার সাথে থাকা ভাই অপারগতা প্রকাশ করে। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে স্থানীয় শ্রীবাসের মধ্যে বিষয়টি মীমাংসা হয় বলে বিশ্বস্থসুত্রে জানা যায়। সিফাত ফিরে এসে তার পড়শী ওহিদ মুন্সীকে বিষয়টি খুলে বললে সে গত ৬নভেম্বর ঠাকুর দাসের কাছে বিষয়টি শুনতে গেলে আবারও উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পরযায়ে ওহিদ মুন্সী ঠাকুর দাসকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঠাকুর দাসও তাকে বলে তুই যা পারিস তাই করিস। পরবর্তীতে বিকাল বেলা ঠাকুর দাস বাজার থেকে ভ্যানে করে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ওহিদ মুন্সীর নেতৃত্বে ৩/৪ জন ভ্যান থেকে নামিয়ে নিয়ে ঠাকুর দাসকে বেদমভাবে মারপিট করে বলে স্থানীয় লোকজন সুত্রে জানা যায়। বর্তমানে ঠাকুর দাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনেসপেক্টরের কাছ থেকে জানা যায়। এ ব্যাপারে ঠাকুর দাস ও ওহীদ মুন্সীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …