কিশোরগঞ্জে খালে বাঁধ নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

ক্রাইমবার্তা রিপোর্ট:কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে খালে বাঁধ দেয়া নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে তিন সহদর ভাইসহ চারজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে।

এর মধ্যে একই পরিবারের তিনভাইয়ের নিহতের তথ্য নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

ওসি বলেন, ‘নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। শুনেছি তারা আপন তিনভাই। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।’

ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, একই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। আজ উভয়পক্ষের লোকজন মাছ ধরতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হাতে আপন তিন ভাই খুন হন।

তবে স্থানীয় একটি সূত্র তিন ভাইসহ চারজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

Check Also

দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় কনকনে শীতে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।