পদ্মপুকুরে গ্রাম আদালত সেবা সম্পর্কে র‌্যালী ও আলোচনা সভা

শ্যামনগরে আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন

মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ ১১ সদস্য বিশিষ্ট শ্যামনগরে আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সভাপতি জনতার সাহেব ও সাধারন সম্পাদক মোকলেছুর রহমান (মুকুল) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শ্যামনগর আহবায়ক কমিটিতে এস এম ইয়াছিন আরাফাত আহবায়ক, এস এম মনিরুল ইসলাম (বাবু) যুগ্ম আহবায়ক, এস এম রায়ছুল ইসলাম (রাজু) সদস্য সচিব, হাবিবুর রহমান, আবু হাসান, শাহিন আলম, আশরাফ হোসেন, এনামুল হক, জাহিদ হাসান চয়ন, আলামিন হোসেন, শাহিনুর আলমকে সদস্য করা হয়েছে।‘এ দেশ তোমার আমার’- স্লোগানের আওতায় সংগঠনটির শ্যামনগরের এ কমিটি আগামী ৫ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত অনুমোদিত হয় ।

ছবিঃ আরাফাত, বাবু, রাজু

শ্যামনগরে জমি বিরোধে আদালতের স্বরনাপন্ন

মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরে কাঁচিহারানিয়া মৌজায় জমি বিরোধকে কেন্দ্র করে জমির মালিক আদালতে স্বরনাপন্ন হয়েছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত , সাতক্ষীরা বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন-শংকরকাটি গ্রামের আলহাজ্ব জবেদ আলী পিয়াদার পুত্র জাহাঙ্গীর আলম (৪২)। তিনি অভিযোগে জানান, কাঁচিহারানিয়া মৌজার ২৬/২৫ নং খতিয়ানের ৭২,৭৩,৭৪ দাগের সাড়ে ৪৬ শতক জমির মধ্যে ৩৯ শতক জমি তার পরিবার /তিনি ১৯৭৫ সাল থেকে বৈধভাবে অদ্যবধি ভোগ দখল করে আসছে। ঐ জমি ১৫৭৬৮ নং রেজিঃ কোবলামূলে স্বত্ববান হন। অথচ পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের আদল গাজীর পুত্র সোবহান, জব্বার, শাহজাহান এবং আবুল কাশেম সরদারের পুত্র জাহাঙ্গীর, মিজানুর, নান্টু, গত ৩ নভেম্বর উক্ত জমিতে অবৈধভাবে ধান কাটার প্রস্তুতি নেয়। ধান কাটা বাধা দিলে তারা প্রকাশ্যে জমি দখল, লাগানো ধান জোরপূর্বক কর্তন, খুন , জখম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এ ঘটনায় বিজ্ঞ আদালত শ্যামনগর থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান (কাশিমাড়ী) তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় অভিযোগটি গ্রহন করেন। এ ব্যাপারে জমির মালিক যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পদ্মপুকুরে গ্রাম আদালত সেবা সম্পর্কে র‌্যালী ও আলোচনা সভা

মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গত ৮ নভেম্বর ব-দ্বীপ ব্যাষ্টিত শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত কমিউনিটি সেবা জনগণকে সচেতনতা বৃদ্ধিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহযোগিতায় ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের অয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ এস,এম,আতাউর রহমান এর সভাপতিত্বে অধ্যক্ষ আব্দুল হান্নান,ইউপি সচিব আব্দুল আজিজ,সকল ইউপি সদস্য,সদস্যা, গ্রাম আদালতের সদস্যবৃন্দ,ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম আদালত কে সক্রিয় বিষয়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা নিয়ে আলোচনা সভায় স্থান পায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-পদ্মপুকুর গ্রাম আদালত সহকারী জিল্লুর রহমান জিল্লু।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।