শ্যামনগরে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট

শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

মোস্তফা কামাল.শ্যামনগর (সাতক্ষীরা) ঃ শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নকিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী শেখ ফিরোজ হোসেন সহ বিভিন্ন শ্রেণীপেশার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট

মোস্তফা কামাল.শ্যামনগর (সাতক্ষীরা) ঃ শ্যামনরের যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট করার শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন সোনাখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর স্ত্রী নুর নাহার বেগম। অভিযোগ সূত্রে প্রকাশ, সোনাখালী গ্রামের মফিজ গাজীর ছেলে মজিদ গাজী তার স্ত্রী নুরনাহার বেগমকে যৌতুকের দাবীতে গত ৯ নভেম্বর ব্যাপক মারপিট করে। এ ঘটনায় তার স্বামী, সতীন পুত্র শফিকুল গাজী ও তার স্ত্রী নাছিমা খাতুন একযোগ হয়ে নুর নাহার বেগমকে মারপিট করে বাড়ি হতে একমাত্র সন্তান সহ বিতাড়িত করে। নুর নাহার বেগম আরো জানান, বিগত কয়েক বছর ধরে যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় আমাকে অমানবিক কার্যকলাপ অব্যহত রাখায় শিশু সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন জানান, মারপিটের ঘটনা শুনেছি যার যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে নুর নাহার বেগম শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ছবিঃ শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন নুর নাহার।

শ্যামনগরে আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন

মোস্তফা কামাল.শ্যামনগর (সাতক্ষীরা) ঃ আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ ১১ সদস্য বিশিষ্ট শ্যামনগরে আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শ্যামনগর আহবায়ক কমিটিতে এস এম ইয়াছিন আরাফাত আহবায়ক, এস এম মনিরুল ইসলাম (বাবু) যুগ্ম আহবায়ক, এস এম রায়ছুল ইসলাম (রাজু) সদস্য সচিব, হাবিবুর রহমান, আবু হাসান, শাহিন আলম, আশরাফ হোসেন, এনামুল হক, জাহিদ হাসান চয়ন, আলামিন হোসেন, শাহিনুর আলমকে সদস্য করা হয়েছে।‘এ দেশ তোমার আমার’- স্লোগানের আওতায় সংগঠনটির শ্যামনগরের এ কমিটি আগামী ৫ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত অনুমোদিত হয় ।

 

শ্যামনগরে জমি বিরোধে বিজ্ঞ আদালতে অভিযোগ

মোস্তফা কামাল.শ্যামনগর (সাতক্ষীরা) ঃ শ্যামনগরে কাঁচিহারানিয়া মৌজায় জমি বিরোধকে কেন্দ্র করে জমির মালিক বিজ্ঞ আদালতে স্বরনাপন্ন হয়েছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত , সাতক্ষীরা বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন-শংকরকাটি গ্রামের আলহাজ্ব জবেদ আলী পিয়াদার পুত্র জাহাঙ্গীর আলম (৪২)। তিনি অভিযোগে জানান, কাঁচিহারানিয়া মৌজার ২৬/২৫ নং খতিয়ানের ৭২,৭৩,৭৪ দাগের সাড়ে ৪৬ শতক জমির মধ্যে ৩৯ শতক জমি তার পরিবার /তিনি ১৯৭৫ সাল থেকে বৈধভাবে অদ্যবধি ভোগ দখল করে আসছে। ঐ জমি ১৫৭৬৮ নং রেজিঃ কোবলামূলে স্বত্ববান হন। অথচ পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের আদল গাজীর পুত্র সোবহান, জব্বার, শাহজাহান এবং আবুল কাশেম সরদারের পুত্র জাহাঙ্গীর, মিজানুর, নান্টু, গত ৩ নভেম্বর উক্ত জমিতে অবৈধভাবে ধান কাটার প্রস্তুতি নেয়। ধান কাটা বাধা দিলে তারা প্রকাশ্যে জমি দখল, লাগানো ধান জোরপূর্বক কর্তন, খুন , জখম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এ ঘটনায় বিজ্ঞ আদালত শ্যামনগর থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান (কাশিমাড়ী) তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় অভিযোগটি গ্রহন করেন। এ ব্যাপারে জমির মালিক যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।