সমাবেশের দিন গণপরিবহন বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশর দিন (১২ নভেম্বর) গণপরিবহন বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কথা বলেন।

১২ নভেম্বরের সমাবেশে লোক সমাগম কেমন হবে এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, সরকার তো সব কাজে বাধা দেয়। ম্যাডামের দেশে ফেরার সময় বিমানবন্দরে যেতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়। এরপরও সেদিন কিভাবে নেতাকর্মীদের ঢল নেমেছিল তা দেশবাসী দেখেছে। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোক সমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এসময় তিনি সমাবেশে কোন প্রকার বাধা না দিয়ে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কি প্রয়োজন বাধা দেয়ার? সমাবেশ করতে দিন নির্বিঘ্নে। জনগণের সমাবেশ করতে দিন এরপর হয়তো আপনারাও করবেন। জনগণই সবকিছু বিচারক করুক।  গণতান্ত্রিক আচরন করুন।’

প্রায় ১৯ মাস পর বিএনপি প্রকাশ্যে এমন একটি সমাবেশ আয়োজনের সুযোগ পাচ্ছে। এদিকে লক্ষ্য রেখে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মধ্যে স্বভাবতই আনন্দ কাজ করছে। সারাদেশ থেকে লোকজন আসবে। আশা করবো সরকার জল, সড়ক, রেলপথ কোথাও বাধা দিবে না।’

নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে মির্জা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের এর উদ্বৃতি টেনে বলেন, ‘বিএনপি অন্তত আওয়ামী লীগের মতো বিশৃংখল কোন দল নয়। আমরা সুশৃংখলভাবে সমাবেশ করতে চাই। তবে তার বক্তব্যে ভিন্ন কিছুর ইঙ্গিত আছে মনে হচ্ছে।  তারা নিজেরা যেন আমাদের ভেতরে কোন ধরনের অপ্রীতিকর কিছু না ঘটায়। সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট আশা করবো যেন সহযোগিতা করেন।  আমরা রাজনৈতিক আচরন আশা করি।’

এসময় বিএনপির ভাইস সেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।