প্রিয় ছাএলীগ ভাইরা আমার লেখাটা পড়বেন এবং কেন্দ্রী সভাপতি ও সাধারণ সম্পদক এর কাছে পৌছায়ে দিবেন। আগামী ২৫ নভেম্বার সাতক্ষীরা জেলা ছাএলীগের সম্মলেন। উক্ত সম্মলেন কে ঘিরে পদ প্রত্যাশীরা বিভিন্ন মহলে কেউ ৫০০০০০/ লক্ষ্য কেউ ১০০০০০০/ লক্ষ্য আবার কেউ ২২০০০০০/ বাইশ লক্ষ্য টাকা বিভিন্ন ব্যক্তির কাছে ছোটা ছুটি করছে। কিন্তু তারা যদি টাকার বিনিময়ে ছাএলীগের পদ পায় তাহলে তারা কি দলগোছাবে না টাকা তুলবে, প্রশ্ন আপনাদের কাছে? যারা দলের জন্য পরিশ্রম করছে নিজের সমস্ত ভালবাসা দিয়ে দলের পিছুনে সময় দিয়ে দলকে মজবুত করেছেন তাদের কে পদ পাওয়া দরকার,তাহলে আগামী নির্বাচনে আমরা জয়লাফ করতে পারবো। প্রিয় কেন্দ্রী সভাপতি সাঃ সম্পাদক ভাই কে বলতে চাই সাতক্ষীরা জেলায় যাদের কে কমিঠি দিবেন তারা যেন সাংগঠনিক হয়,কর্মীদের যেন মূল্যায়ন করে। আবার সাতক্ষীরার কিছু বি এন পি ব্যাসায়ী আছে তারা শুধু তাদের ব্যাবসাকে সূদরপ্রসারী করার জন্য তাদের পছন্দের মত পদপ্রত্যশীদের পিছুনে টাকা ইনভেস্ট করছে। এরা আবার কেউ তাদের ভাই বা পাড়া প্রতিবেশি ভাইপো, আর এরা যদি পদ পাই তাহলে বলুন তো সাতক্ষীরায় ছাএ দলের কমিঠি কয়টা হবে-? আরিফুল ইসলাম, সহসভাপতি সাতক্ষীরা জেলা ছাএলীগ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …