‘খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না’

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:চট্টগ্রাম ও আজকের সোহরাওয়ার্দীর জনস্রোত প্রমাণ করে দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে ছাড়া এ দেশে আর কোনও সংসদ নির্বাচন হবে না, হতে দেয়‍া হবে না।’

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে এ কথা বলেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু।

সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বেলা ৩টা ১০ মিনিটে সমাবেশ স্থলে পৌঁছেন। এর আগে বেলা ২টার পর গুলশানের ‘ফিরোজা’ বাসা থেকে তিনি গাড়িবহর নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দেন। সমাবেশে বিএনপি চেয়ারপারসন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত রয়েছেন।

এদিকে জনসমাবেশ শুরুর আগেই সব ধরনের ভয়-ভীতি ও বাধা উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।