ক্রাইমবার্তা রিপোর্ট:বেনাপোল: বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৪ জন নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকাল ৮টার সময় তাদেরকে আটক করলে ও কোন পাচারকারি বা দালালকে আটক করতে পারে নাই বিজিবি। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে ল্যান্স নায়েক রহমান, সিপাই সিদ্দিক, নজরুল ইসলাম সেখানে অভিযান চালিয়ে ১৯ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করেন। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটকদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি অপূর্ব হাসান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ২৪ নারী পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে। আজ দুপুরের মধ্য তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হবে।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …