ক্রাইমবার্তা রিপোর্ট:৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা ভন্ডুল করতে সরকার গণ গ্রেফতারসহ নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকেই ঢাকা ও আশেপাশের এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, এসব করে সরকার অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিচ্ছে। এসব করে পার পাবেনা বলেও হুঁশিয়ারি করেন তিনি।
রিজভী বলেন, শুনতে পাচ্ছি বিভিন্ন স্থানে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হবেনা। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল রোধ করতে পারবেনা সরকার।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …