ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। মৃত্যুরা হলো শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের আড়াই বছরের কন্যা মরিয়া এবং তার চাচাতো ভাই আসাদুল ইসলামের কন্যা তামান্না।
স্থানীয়রা জানান, পাঠ পঁচানোর জন্য তাদের বাড়ির একটি গর্ত রয়েছে। সোমবার সকালের দিকে একই বয়সী মরিয়া ও তামান্না সকলের চোখ ফাঁকি দিয়ে ওই গর্তে পড়ে যায়। পরে বিভিন্ন খোজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ওই গর্ত নেমে সকাল ৯টার দিকে মারিয়া ও তামান্নার লাশ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …