দেবহাটার কোমরপুরের ইভটিজারের ১১ দিনের জেল

মীর খায়রুল আলম:
দেবহাটা থানাধীন কোমপুর এলাকায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার কারণে ভ্রাম্যমাণ
আদালতে একজন ১১ দিনের জেল প্রদান করেছে। দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের
উত্যক্ত করে আসছিল। এমন অভিযোগে রবিবার কুলিয়ার সাবেক চেয়ারম্যানের বাগান বাড়ি
এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে
মোবাইকোটে ১১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককারী ইভটিজার হলেন
লক্ষীদাড়ী গ্রামের মিজানুর রহমানের পুত্র তামিম হোসেন (১৯)।#

সাতক্ষীরায় শিক্ষকের বাড়িতে চুরি সংঘটিত
মীর খায়রুল আলম, সাতক্ষীরা:
সাতক্ষীরায় এক শিক্ষকের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে
তালতলা গ্রামের দৌলত আলী গাজীর পুত্র সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় স্কুলের
সহকারি প্রধান শিক্ষক বিশিষ্ট কবি সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজের
বাড়িতে উক্ত ঘটনা ঘটে।তিনি জানান, প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে পড়লে কে বা
কারা এসে সংঘবদ্ধ ভাবে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে
পরিকল্পিত ভাবে কয়েকজন মিলে চুরি করেছে।আমরা ঘরের ভিতর পরিবারে ৫ জন
সদস্য ছিলাম।তারা ঘরে ঢুকে সেন্সলেস করে একটা ল্যাপটপ, ২টি স্মাট ফোন,
দুইটা বাটন ফোনসহ নগদ অথ নিয়ে যায়। তবে চোরদের কাউকে চিনতে পারেনি তারা।
##

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।