নাটোরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

নাটোর প্রতিনিধি
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়শনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ কর্মবিরতি পালন করেছেন। সোমবার দিনব্যাপী আহুত এই কর্মবিরতির অংশ হিসেবে সকাল নয়টা থেকেই নাটোর পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের নিজ নিজ দপ্তরের কাজে যোগ না দিয়ে পৌরসভা চত্বরে বসে থেকে এই কর্মবিরতি পালন করেন। সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবীতে কর্মবিরতির সময়ে নাটোর পৌরসভা সার্ভিস এ্যসোসিয়েশনের সভাপতি প্রভাত কুমারে সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম জুলফিকুল হায়দার বাবু, সংগঠনের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সংগঠন সম্পাদক কাজী শরীফুল ইসলাম ও সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এদিকে কর্মবিরতি চলাকালিন সময়ে পৌর কর্মকর্তা কর্মচারীদের সাথে একাতœতা ঘোষণা করে বক্তব্য রাখেন ওযার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম পান্না।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।