দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল ও মা সমাবেশে জেলা প্রশাসক এ.কে.এম মহিউদ্দিন-কোমলমতি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মিড ডে মিল অগ্রণী ভূমিকা রাখবে

শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ২০১৭ ও মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কার্যকরী কমিটি’র সহযোগীতায় শিক্ষক মন্ডলী নিজস্ব অর্থায়ণে শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ৭০ জন শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক শিশু যাতে স্কুলে খাবার এনে খায়, সে অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ ‘মিড ডে মিল’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে শিশুরা বিদ্যালয় মুখী হয়ে খাবারের প্রতি আগ্রহের সৃষ্টি হবে।’ কোমলমতি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মিড ডে মিল অগ্রণী ভূমিকা রাখবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ভাল ছাত্র-ছাত্রী তৈরী করা শুধু শিক্ষকের একার দায়িত্ব নয়। মায়েদেরকে বেশি ভূমিকা রাখতে হবে তারা ঠিকমত স্কুলে আসছে কিনা তা নিয়মিত তদারকী করতে হবে। তিনি আরো বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাই তারই হাত ধরে বিদ্যালয়টি সাফল্যের সাথে আরো এগিয়ে যাবে বলে আমরা আশা করি। আলোচনা সভা শেষে তিনি কোমলমতি শিশুদের প্লেটে খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শিক্ষকদের নিজস্ব অর্থায়ণে এ খাবার দেয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, জেলা আওয়ামীলীগ নেতা মীর মোশারফ হোসেন মন্টু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, সাবেক যুবলীগের সভাপতি শেখ জুলফিকার রহমান উজ্জল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সামছুন্নাহার, সহকারি শিক্ষক নিলুফা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফারজানা বানু হোসনে আরা প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা ‘মিড ডে মিল’ এবং বিদ্যালয়ের ক্লাস রুমসহ বিভিন্ন কার্যক্রম অতিথিদেরকে ঘুরিয়ে দেখান।

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।