মিডল ইস্ট মনিটর : জেরুজালেমে ইসরাইলী কর্তৃপক্ষের চাপে নিজেরাই নিজেদের বাড়ি ধ্বংস করলো ফিলিস্তিনীরা। ইসরালী মিউনিসিপালিটি তাদের হুমকি দিয়েছিলো যে নিজেরা বাড়ি না ভাঙলে কর্তৃপক্ষ বাড়ি ভাঙবে এবং সেক্ষেত্রে ব্যয়ভার বহন করতে হবে বাড়ি মালিককে। গতকাল সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মিউনিপালিটি ফিলিস্তিনী বাসিন্দাদের বলেছিলো তারা নিজেরাই যেন বুলডোজার দিয়ে বাড়ি ধসিয়ে ফেলে। নাহলে মিউনিসিপালিটি এই দায়িত্ব নেবে এবং সেই ২২ হাজার ডলার ব্যয় করতে হবে মালিককে নিজে। সিলওয়ান আল বুস্তান এলাকাটি ৮০ মিটার দীর্ঘ। এর মধ্যে ৬০ মিটারজুড়ে এলাকার বাড়ি সরিয়ে নিতে বলা হয়। জেরুজালেমের ফিলিস্তিনের থাকার অনুমতি দেয়নি ইসরায়েল কর্তৃপক্ষ। ফিলিস্তিনি ভূখ- ঘেঁষে পূর্ব জেরুজালেমে নতুন করে ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত অনুযায়ী ওই অঞ্চলে ১৭৬টি নতুন হাউজিং ইউনিটের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীর ও জেরুজালেমসহ ফিলিস্তিনে ইসরাইলী বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। ১৯৬৭ সালের পর থেকে নির্মিত ইহুদি বসতিগুলোতে প্রায় ৫ লাখ ইসরাইলী নাগরিক বসবাস করে।