অভয়নগরের বাঘুটিয়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণঅভয়নগরের বাঘুটিয়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বি.এইচ.মাহিনী : অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের কৃতী সন্তান জেলা কমান্ডেন্ট শেখ ফিরোজ আহম্মেদ কর্তৃক ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে সিংগাড়ী কওমী মহিলা মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। তাঁর এ মহানুভতার ভূয়সী প্রশংসা ও এর থেকে শিক্ষা নিয়ে অন্যান্য ধন্যাঢ্য ব্যক্তিদের অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অনুষ্ঠানে আগত বক্তারা। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগাড়ী দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব তৈয়েবুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেখ ফিরোজে আহমেদের পক্ষ্যে কম্বল বিতরণ করেন উপজেলা যুবলীগ নেতা ও সিংগাড়ী বঙ্গবন্ধু ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এমএম আজিম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে শেখ ফিরোজ আহমেদের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ আক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন সিংগাড়ী বাজার জামে মসজিদের পেশ ইমাম মো. আনোয়ার হোসেন, ডা. জাবেদ পারভেজ, ভৈরব-চিত্রা রিপোর্টার্স ইউনিটি ও ভৈরব সংস্কৃতি কেন্দ্রের যুগ্ম সম্পাদক প্রভাষক বি.এইচ.মাহিনী, মাস্টার নূরুল হক, শিক্ষিকা মানজুরা বেগম, শিক্ষিকা হাসিবা বেগম, আজগর শেখ, মো. ইউসুফ আলী, মাসুম বিল্লাহ। এছাড়াও উক্ত মাদরাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন উক্ত মাদরাসার মুহতামিম ও সাধারণ সম্পাদক মাও. রফিকুল ইসলাম। ১৪-১১-১৭

Check Also

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।