ক্রাইমবার্তা রিপোর্ট:দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে আটটায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। এতে বিশ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বিশ দলীয় জোটের শীর্ষ এক নেতা জানান, বৈঠকে তারা আগামী নির্বাচন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সেইসাথে সরকারকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি আহ্বান জানাবেন বৈঠক থেকে।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …