শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্রা মোড়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর দু’টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক যাত্রীবাহি ভুটভুটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । এবং ট্রাকটি মহাসড়কের পার্শ্বে খাদে পড়ে যায়। নিহতরা হলো গোদাগাড়ীর নারায়নপুর এলাকার আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী। তবে নিহত আব্দুল করিমের স্ত্রীর নাম পাওয়া যায়নি। এঘটনায় আরো একজন আহত হয়েছেন। আহতকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল করিম ভুটভুটির চালক ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শি সূত্র জানা যায়, বুধবার দুপুরে একটি মালবাহি ট্রাক রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার বালিয়াঘাট্রা মোড়ে একটি ভুটভুটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভুটভুটির চালক আব্দুল করিম ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিমের স্ত্রী মারা যান। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান ট্রাকটি উদ্ধারের কাজ চলছে তবে এ ব্যাপারে নিউজ লিখা পর্যন্ত কোন প্রকার মামলা হয়নি।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …