দৈনিকদিনকাল লক্ষ্মীপুরে বহুল প্রচার ও প্রসারের লক্ষে হকারদের সাথে মতবিনিময় সভা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর রহমানিয়া প্রেসে পত্রিকার হকাদের সাথে মতবিনিময় করেন দিনকাল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ড্যানি চৌধুরী শাকিক। মঙ্গলবারে সকালে তমিজ মার্কেট রহমানিয়া প্রেসে জাতীয় দৈনিক দিনকাল পত্রিকা প্রচার ও প্রসারের জন্য মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে নিয়ে হকাদের সাথে আলোচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন জবু, সাপ্তাহিক দামামা ও দৈনিক মধু মালতির সম্পাদক আনোয়ার রহমান বাবুল ,গোলাম রহমানের সংবাদ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো: রাকিব হোসেন, দিনকালের পাঠক খুরশিদুল আলম, হকাদের মধ্যে উপস্থিত ছিলেন , আরিফ হোসেন, মো: হারুন, আবুল কালাম, শাহাজাহান, বেলাল, রাসেল বড়, মনির হোসেন ,রাসেল ছোট, তোফায়েল, হ্দয়,বাবু সহ প্রমুখ।
এ সময় পত্রিকার হকারদের মধ্যে উপস্থিত বক্তিতায় আরিফ হোসেন বলেন দিনকালের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির আজকের এ মতবিনিময় সভায় করায় আমরা অতি উৎসাহিত ও আনন্দিত। ড্যানি চৌধুরী শাকিক হকারদের প্রতি যে সম্মান দেখালেন তা লক্ষ্মীপুরে স্মরনীয় হয়ে থাকবে এবং লক্ষ্মীপুরে জেলায় এই প্রথম হকারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ ভাবে পত্রিকার প্রতিনিধিগণ আমাদের সাথে থাকলে আমরাও পত্রিকা প্রসারের চেষ্টা চালিয়ে যাবো। এ সময় প্রত্যেক হকারকে একটি করে সৈজন্য দৈনিক দিনকাল পত্রিকা হাতে তুলে দেন জেলা প্রতিনিধি। পরে হকাদের আপ্যায়ন বিতরন করা হয়।
 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।