দেশ ও জনগনের কল্যানে কাজ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে………ডাঃ রুহুল হক এমপি

মীর খায়রুল আলম:
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক এমপি বলেছেন, দেশ ও জনগনের কল্যানে কাজ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড যাতে মানুষের কাছে পৌছায় এবং সেবা যেন মানুষের দ্বারে দ্বারে যায় সেজন্য যুবলীগ সহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা উপজেলা যুবলীগের বর্নাঢ্য আয়োজনে শুক্রবার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে ডাঃ রুহুল হক উল্লেখিত কথাগুলো বলেন। শেখ হাসিনার সরকার, বার বার দরকার একথা তুলে ধরে রুহুল হক বলেন, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। মানুষের কল্যানের নেত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, চিকিৎসা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি। বিদ্যুৎ শতভাগ মানুষের ঘরে পৌছে গেছে বলে যোগ করেন তিনি। সরকারের সকল ওয়াদা পূরনের লক্ষ্যে সকলকে শেখ হাসিনার হাতকে মজবুত করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশ থেকে সকল জঙ্গী অপরাধী, সন্ত্রাস দূর করা হয়েছে। দেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করলে সেটা শক্ত হাতে মোকাবেলা করা হবে তিনি বলেন। দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজয় ঘোষের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জর্জকোর্টের পিপি আব্দুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে যুবলীগের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আঃলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।