না.গঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ আটক ১৩

ক্রাইমবার্তা রিপোর্ট:নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গোপন বৈঠকের অভিযোগে মহানগর জামায়াতের আমির মঈনুদ্দিনসহ সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টায় হাজীগঞ্জ পেপার মিলের সামনে মঈনুদ্দিনের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, মহানগর জামায়াতের আমির মঈনুদ্দিন, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা সাইফুদ্দিন, সদস্য সাহাবুদ্দিন, বশিরুল হক, এসএম নাসিরউদ্দিন, হাই তালুকদার, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, জামালউদ্দিন, কফিলউদ্দিন, জাকির হোসেন, শহিদ, জাকির হোসেন (২)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিউল আলম জানান, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। গোপন বৈঠক করার সময় মহানগর জামায়াতের আমির মঈনুদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান লিফলেট, বই ও ব্যানার।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।