ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা সংবাদদাতাঃ : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা জমিদার বাড়ি এলাকার বাসিন্দা কাজী আমিরুল ইসলামের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল পরিবারের এক সদস্যের মাথা ফাটিয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। আহতকে ঐ রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় বাড়ির মালিক কাজী আমিরুল ইসলাস বলেন, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় পাকা ঘরের জানালার কাঠ ভেঙে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে আমার স্ত্রী জোহরা খাতুনকে বলে আমরা পুলিশ তোর ছেলে কই? এর পর তার চোখ বেঁধে ফেলে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সশস্ত্র ডাকাত দল। সাতক্ষীরা সদর থানার ওসি জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …