ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রাদায়ের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ক্রাইমবার্তা রিপোর্ট:রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রাদায়ের উপর বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধন কর্মসুচি পালন করে।জেলা জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মিহির কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা অসীম বরন চক্রবর্তী, শ্যামনগর শাখার সাধারন সম্পাদক সিদ্ধার্থ মন্ডল, সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা বিশ্বজিৎ বিশ্বাস, দেবাশীষ সরকার, উত্তম কুমার গাইন, সমিরন কুমার বাইন, বৃন্দাবন গাইন, সুব্রত মন্ডল, সুদীপ্ত মন্ডল, ধ্রুব মোহন সরকার, ভবরঞ্জন সরকার, নিশি কান্ত গাইন, সুকল্যান সানা, দেবাশীষ সরকার, পবিত্র মন্ডল, মিঠুন সরকার, পঞ্চরাম, কমলেশ সরকার রাজিব প্রমুখ। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সঞ্জিব বৈরাগী।বক্তারা বলেন, রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রাদায়ের উপর বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারি প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শুধু গ্রেফতার করলে হবে না তার সাথে মুল ইন্ধনদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা অভিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাব¯’ার দাবি জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।