লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর দালাল বাজার ইউনিয়নের কামাল খোলা গ্রামের বড় বাড়ি থেকে কোরআন শিক্ষা থেকে জামায়াত সন্দেহ ১৫ নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীরা হলেন রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, পাখি আক্তার, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, সুইটি আক্তার, বকুল বেগম, ফাতেমা বেগম, লাখি বেগম, তানিয়া আক্তার, জাহেরা বেগম সহ ১৫ জন নারীকে আটক করা হয়। এবং নারীদের কাঁখে দুধ খাওয়ার শিশুরা ও রয়েছে । আটককৃতদের পরিবার সূত্র জানিয়েছে কয়েকদিন পরপর অশিক্ষিত নারীদেরকে নামাজ সহিশুদ্ধ ভাবে পড়ার জন্য সূরা কেরাত শিক্ষা দেওয়া হয়। প্রতিদিনের মতো বৃহস্প্রতিবার বিকেল ৪ ঘটিকা থেকে ঘন্টা ব্যাপি কোরআনের সূরা শিক্ষা দেওয়া হয়। কিছুক্ষণ পরেই পুলিশ এসে পুরো বাড়ি গেরাও করে কোরআন শিক্ষা থেকে জামায়াত সন্দেহ ১৫ নারীকে আটক করে নিয়ে যায়। তার মানে ধর্মী শিক্ষা ও অর্জন করা যাবে না।
এ বিষয়ে লক্ষ্মপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) লোকমান হোসেন জানান, গোপন বৈঠক চলাকালে জামায়াতে ১৫ নারী কর্মীকে আটককের বিষয়ে নিশ্চিত করে বলেন, তারা এখন থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …