ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা কুশখালি সীমান্তে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১২ কেজি রুপা জব্দ করেছে। শুক্রবার সকালে কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান থেকে রুপাগুলো জব্দ করা হয়। এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
কুশখালি বিজিবির হাবিলদার আলহাজ্ব আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া নামকস্থানে অভিযান চালায়। এসময় চটের ব্যাগে মোড়ানো সাড়ে ১২ কেজি রুপা উদ্ধার করা হয়। রুপাগুলো চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে এসেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ সময় কোন চোরাকারবারি আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …