ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে এতে সাধারণ মানুষকে আসতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে ক্ষমতাসীনরা রাজনৈতিক সমাবেশ করছে। লোকজনকে বাধ্য করে সমাবেশে আনা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ করবেন ভালো কথা, আনন্দের কথা। আওয়ামী লীগের সমাবেশে বিএনপির আপত্তি নাই। কিন্তু আপনারা কী করছেন? সমাবেশে আসতে বাধ্য করছেন স্কুল-কলেজের কোমলমতি কিশোরদের। শুধু তাই নয় সমাবেশে আসতে চিঠি দেয়া হয়েছে ব্যাংকসহ বিভিন্ন কর্পোরেট অফিসেও।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …