আকবর হোসেন, তালা : সারাদেশের ন্যায় তালায় রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা। উপজেলায় মোট ১২টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলায় ৫১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯৪ জন। অপরদিকে এবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৭৮ জন এর মধ্যে অনুপস্থিত ছিলো ১০৭ জন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম। শান্তিপূর্নভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …