ক্রাইমবার্তা রিপোর্ট:পশ্চিমবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে এক লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। শরিবার গভীর রাতে সুন্দরবনে কচুখালি খাল এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহ্নত জেলে হচ্ছে শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের জিরাদ্দী গাজীর ছেলে করিম।
অপহ্নত জেলের বরাত দিয়ে ফিরে আসা জেলেরা জানায়,শনিবার সারা দিন কাঁকড়া আহরণ শেষে রাতে ঘুমান্ত অবস্থায় নৌকা থেকে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা জেলে করিমকে অপহরণ করে নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ বিষয় আমরা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …