মোস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বিসিবি

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:  কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বাঁপায়ের গোঁড়ালির ব্যথা পুরোপুরি সেরে উঠলে তবেই রাজশাহীর হয়ে বিপিএলে তাকে মাঠে নামার অনুমতি দেয়া হবে।

এতে করে বিপিএলের চলতি আসরে ঢাকার প্রথম পর্বে তাকে পাওয়া যাচ্ছে না, ২৪ নবেম্বর থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম পর্বেও তাকে পাওয়া যাবে কী না সেটা নিয়েও থাকছে সংশয়। গতকাল শনিবার মোস্তাফিজকে নিয়ে এমন তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘দেড় মাসের আগে তাকে নিয়ে কিছু বলা মুশকিল। ২২ নবেম্বর তার দেড় মাস শেষ হবে।

চিটাগংয়ে সে চেষ্টা করবে তবে খেলতে পারবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। তার যদি সামান্যতম ব্যথাও থাকে তাহলে আমরা অনুমতি দেব না। তাই চিটাগংয়ে মোস্তাফিজের খেলার সম্ভাবনা আছে এটা বলা কঠিন। দেবাশীষ আরও যোগ করেন, ‘সে এখন রিহ্যাব করছে। ভালোও আছে এবং বোলিংও করতে পারছে। মোস্তাফিজকে নিয়ে বিসিবির নূন্যতম ঝুঁকিও না নেয়ার প্রধান কারণ হলো আসন্ন ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি থেকে সিলেটে তিন জাতির একটি সিরিজ মাঠে গড়ানের কথা রয়েছে। যেখানে তার উপস্থিতি শতভাগ নিশ্চত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল সেপ্টেম্বরে দ. আফ্রিকায় সিরিজ খেলতে গিয়ে বাঁ পায়ের গোঁড়ালিতে চোট নিয়ে ফেরা মোস্তাফিজ পুরোপুরি সেরে উঠতে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ফলে বিপিএলের চলতি আসরের শুরু থেকেই মাঠের বাইরে টাইগারদের এই পেস বোলিং সেনসেশন।

Check Also

তালায় তুচ্ছ ঘটনায় মসজিদের ইমামকে মারপিট, মুদি দোকানী আটক

সাতক্ষীরার তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুদি দোকানী কর্তৃক মসজিদের ইমামকে বেধড়ক মারপিটের অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।