হাতিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধ, সাইফুল বাহিনীর প্রধানসহ নিহত ২

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী সফিক নিহত হয়েছে। ভোরে, উপজেলার চতলার ঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়।

র‌্যাব ১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক, পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার ভোরে চতলার ঘাটে জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই জলদস্যু নিহত হয়।

সাইফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু উল্লেখ করে ওই র‌্যাব কর্মকর্তা বলেন, সাইফুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ছয়টি বন্দুক, ৩৭টি মোবাইল ফোন সেট ও অপহরণের ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধে এএসআই মফিজুল ও কনস্টেবল মাহবুব আহত হন। তাদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।