ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে তিন মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া শিশু জিমের বাবা জুয়েল মিয়া জানান, নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে ছেলেকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার মা সুমাইয়া। রাত সাড়ে ১২টার দিকে ঘুম ভাঙলে তিনি দেখেন জিম তার পাশে নেই।

জুয়েল ও সুমাইয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা। গত ৩১ অক্টোবর থেকে জুয়েল অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশু চুরির ঘটনায় কারা জড়িত তা বলতে না পারলেও স্বজনরা বলছেন, হাসপাতালে আসার পর থেকেই কয়েকজন নারী শিশু জিমকে বারবার দেখতে আসতো, তার সাথে খেলাধুলা করতো।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যসহ সবাই শিশুটির সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।